বিস্তারিত সংবাদ

শাহ এমদাদীয়ার ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন
Date:2024-10-13
হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারীর তরিকা ও আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) এর কেন্দ্রীয় ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) এর সভাপতি ও মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) এঁর সভাপতিত্বে ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফের শাহ এমদাদীয়া ময়দানে রোববার (১৩ অক্টোবর) দুপুর ১টা থেকে শুরু হয় ত্রি-বার্ষিক কাউন্সিলের প্রথম অধিবেশন।
জাতীয় সংগীত পরিবেশন ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে ত্রি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধন করেন হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)। পরে পবিত্র কোরআন তেলওয়াত, নাতে রাসূল (স.) ও শানে গাউছিয়া পাঠ করা হয়।
আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সচিব শেখ মুহাম্মদ আলমগীরের পরিচালনায় ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান আলোচক ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও নায়েব সাজ্জাদানশীন এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি) এর ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।
আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.), সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী, সচিব নির্বাচিত হয়েছেন শেখ মুহাম্মদ আলমগীর। কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম-সচিব মুহাম্মদ মেজবাউল আলম ভূঁইয়া, দারুত তায়ালীমের প্রধান শিক্ষক মওলানা জয়নাল আবেদীন ছিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ এনামুল হক বাবুল, জনসংযোগ ও প্রচার সম্পাদক মুহাম্মদ মোশাররফ হোসাইন, দপ্তর ও পাঠাগার সম্পাদক মুহাম্মদ আহসানুল হক বাদল, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দীন এনায়েত, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ সেলিম আহমদ খাঁন ও আইন বিষয়ক সম্পাদক এস.এম রফিকুল ইসলাম।
এবারের ত্রি-বার্ষিক কাউন্সিলে সারাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক শাখাসমূহ থেকে প্রায় ২৫০০ কাউন্সিলর ও ডেলিগেট অংশগ্রহণ করেন। প্রধান আলোচকের বক্তব্যে আগত কাউন্সিলর ও ডেলিগেটদের উদ্দেশ্যে সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেন, সংগঠনের কল্যাণে সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, “গত ১৮ বছর ধরে সংগঠনের সঙ্গে যারা জড়িত থেকে নিরলস পরিশ্রম করে গেছেন তাদের প্রতি এই কাউন্সিল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যারা এবারের কমিটিতে নতুন করে দায়িত্ব পেয়েছেন তাদের মেধা ও পরিশ্রমে সংগঠন এগিয়ে যাবে।” কাউন্সিলে পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ইকবাল সারওয়ার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুনমুননেসা চৌধুরী, চিটাগং ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাযী সাইফুল আচপিয়া ও বোয়ালখালী স্যার আশোতোষ সরকারি কলেজের সহকারী অধ্যাপক (শিক্ষা ছুটি) সিরাজুল আরেফিন চৌধুরী। বাদ মাগরিব কবিয়াল রমেশ শীলের গানের সংকলনের উপর রচিত “রমেশ শীল: অন্য ভূবন” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। কাউন্সিল শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি শৃংখলা, কল্যাণ ও মুক্তি কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে আখেরী মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)।

মাইজভাণ্ডারে ঈদে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত
Date:2024-10-02
ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে ২০তম আন্তর্জাতিক জশনে ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উদযাপিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) বাদ জোহর থেকে গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে আওলাদে রাসুল ও গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) এঁর আয়োজন, ব্যবস্থাপনা ও ছদারতে ঈদে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়।
নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী’র সার্বিক তত্ত্বাবধানে মাহফিলে আমন্ত্রিত ওয়ায়েজিন ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাযী মুহাম্মদ মুঈনুদ্দীন আশরাফী, চন্দনাইশ জামিরজুরী রজভিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি আহমদ হোসাইন আল কাদেরী, জামেয়া আহমদিয় সুন্নিয়া কামিল মাদ্রাসার মুফাসসির আল্লামা মুফতি বখতিয়ার উদ্দিন আল কাদেরী, ফকিহ আল্লামা মুফতি আবুল হাসান মোহাম্মদ ওমাইর রেজভী, চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদ্রাসার ফকিহ আল্লামা মুফতি এ বি এম আমিনুর রশীদ, মাইজভান্ডার দরবার শরীফ শাহী জামে মসজিদের খতিব মওলানা সৈয়দ মুহাম্মদ বশির উল আলম, নোয়াখালী ইমামে আযম সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ এনাম রেজা কাদেরী এবং মালয়েশিয়াস্থ ইউনিভার্সিটি অব মালায়া এর এনফিল গবেষক মওলানা সৈয়দ মুহাম্মদ হাসান আযহারী।
মাহফিলে বিশেষ মেহমান ছিলেন খান এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সৈয়দুল হক খান, খাতুনগঞ্জ ইশফার হাবিব ট্রেডিংয়ের সত্ত্বাধিকারী মোহাম্মদ হাবিব উল্লাহ, ইন্টারপোর্ট শিপিং এজেন্টের পরিচালক ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু তাহের।
আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সচিব শেখ মুহাম্মদ আলমগীর, চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ এবং দারুততায়ালীমের সম্পাদক মাওলানা মুহাম্মদ আবুল মনছুর এর যৌথ সঞ্চালনায় জশনে ঈদে মিলাদুন্নবী মাহফিলে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্র, অঙ্গসংগঠন, জেলা, মহানগর, উপজেলা, শাখা দায়রা, খেদমত কমিটিসহ হাজারো আশেক, ভক্ত, মুরিদান ও স্থানীয় নবীপ্রেমিকগণ উপস্থিত ছিলেন।
মাহফিল শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি শৃংখলা, কল্যাণ ও মুক্তি কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে আখেরী মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)।

আয়নায়ে বারি বাংলা অনুবাদের মোড়ক উন্মোচন
Date:2024-03-27
গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত মওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ (কাদ্দাসা সিররাহুল আজিজ) এর খলিফা বাহরুল উলুম হযরত মওলানা শাহ সুফি সৈয়দ আব্দুল গণি কাঞ্চনপুরী কর্তৃক ১৩৩০ হিজরি সালে রচিত ‘আয়নায়ে বারি ফি তরজুমাতি গাউছিল্লাহিল আজম মাইজভাণ্ডারী’ বাংলা অনুবাদ গ্রন্থের মোড়ক উন্মোচন বুধবার বিকাল ৫ টায় দক্ষিণ খুলশীস্থ মাইজভাণ্ডারী খানকা শরীফে অনুষ্ঠিত হয়। মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাজ্জাদানশীন আলহাজ্ব হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিরির ম্যানেজিং ট্রাস্টি ও নায়েব সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। মোড়ক উন্মোচনের আগে বিকাল ৩ টায় “পবিত্র কোরআনের আলোকে মানবিক মনস্তত্ত¡ গড়ায় রোজার ভূমিকা” শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড, ওবায়দুল করিম, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. খসরুল আলম কুদ্দুসী, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এ এস এম বোরহান উদ্দীন, আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর উল্লাহ, বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী, আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসেন, ফারসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নুরে আলম, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহিনুর রহমান, সহকারী অধ্যাপক ড. আবদুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুনমুন নেসা চৌধুরী, আন্তর্জাতিক ইসলামী বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সরওয়ার আলম, চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান ও ডিরির মেম্বার সেক্রেটারী কাযী সাইফুল আচফিয়া, সিডিএ কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল আলম, দিলোয়ারা জাহান মেমোরিয়াল কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক ও আয়নায়ে বারি বইয়ের অনুবাদক মওলানা আলী আছগর, মেহেদী হাসান, ফটোগ্রাফার শোয়েব ফারুকী, শিল্পী জয়নুল আবেদীন, এম এ সবুরসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসার শিক্ষক এবং গবেষকগণ উপস্থিত ছিলেন। মিলাদ, মুনাজাত ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

কাতারে শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স ইউনিটের রক্তদান কর্মসূচী
Date:2024-01-02
আগামি ১০ মাঘ (২৪ জানুয়ারি ২০২৪) গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)’র আয়োজন ও ব্যবস্থাপনায় মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) এঁর ১১৮তম বার্ষিক ওরশ উপলক্ষে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের উদ্যোগে কাতারে রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ ডিসেম্বর) কাতারের দোহায় মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ কাতার ইউনিট কমিটির উদ্যোগে এ রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মাইজভাণ্ডার দরবার শরীফের নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সভাপতিত্বে ও কাজী জহির উদ্দীন বাবরের পরিচালনায় রক্তদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। অতিথি ছিলেন খান এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সৈয়দুল হক খান এবং মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ সোহেল চৌধুরী। এসময় আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কাতার এর আওতাধীন বিভিন্ন শাখার সদস্য ও কাতার ইউনিট কমিটির রক্তদাতা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)’র পৃষ্টপোষকতায় সামাজিক কর্মসূচীর অংশ হিসেবে আয়োজিত রক্তদান কর্মসূচী থেকে সংগৃহীত মোট ১০০ ব্যাগ রক্ত কাতার ন্যাশনাল ব্লাড ডোনেশন সেন্টারে সরবরাহ করা হয়।

মাইজভাণ্ডারে ঈদে মিলাদুন্নবী ও বর্ধিত সভা উপলক্ষ্যে প্রস্তুতি সভা
Date:2023-09-23
মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) এঁর আয়োজন ও ব্যবস্থাপনায় আগামি ১৩ অক্টোবর ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মাহফিল ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) এর বর্ধিত সভা উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মাইজভাণ্ডার দরবার শরীফে হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীসহ মাহফিল সুপারভিশন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মাহফিল সুপারভিশন কমিটির উদ্যোগে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা ও ভিডিও চিত্র ধারনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হবে। বিভিন্ন স্থানে প্রয়োজনীয় গাড়ি পার্কিংসহ মেহমানদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে থাকা, সময়মতো জামাত সহকারে নামাজ আদায়, বিশুদ্ধ পানীয় জল, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, আলোকসজ্জা, এবং প্রয়োজনীয় ওষুধসহ বিশেষজ্ঞ ডাক্তারের ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়।
গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক ও মাইজভাণ্ডারী স্পেশাল ফোর্স (এমএসএফ) দায়িত্ব পালন করবে। প্রতিবছরের মতো এ বছরও মাহফিলে বাংলাদেশের বিভিন্ন এলাকা ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, কাতার, কুয়েত, চায়না, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ওমানসহ নানা দেশ থেকে অসংখ্য ভক্ত-অনুরক্ত ও সাংগঠনিক দায়িত্বপ্রাপ্তরা অংশ নেবেন জশনে ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মাহফিল ও বর্ধিত সভায়। প্রস্তুতি সভা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি শৃংখলা, কল্যাণ ও মুক্তি কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে আখেরী মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম.)।
আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মাইজভাণ্ডার দরবার শরীফে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী। চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদের পরিচালনায় সভায় জেলা কার্যকরী সংসদের সদস্যরা বক্তব্য দেন। সভায় আগামি ১৩ অক্টোবর জশনে ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মাহফিল ও শাহ এমদাদীয়ার বর্ধিত সভা সফল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।